বাংলাদেশ

কর্তৃপক্ষের অবহেলার কারণেই এত বড় দুর্ঘটনা, তদন্ত কমিটি গঠন!

আসাদুজ্জামান নূর জুয়েল, গাজীপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের তিন  শিক্ষার্থী নিহত হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ রিসোর্ট, বিশ্ববিদ্যালয় ও পল্লী বিদ্যুৎ তিন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। এদিকে এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন তদন্ত কমিটির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তদন্ত কমিটির সদস্যদের তিন কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।

পিকনিকে আসা শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও আইটি বিভাগের মোট ৪৬০ জন শিক্ষার্থী ২ হাজার ২০০ টাকা করে চাঁদা দিয়ে পিকনিকের আয়োজন করেন। পিকনিক স্পটটি হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে গ্রামীণ এলাকায় অবস্থিত মায়া রিসোর্টে। যেখানে মিনিবাস চলাই কঠিন সেখানে কীভাবে বিআরটিসির ডাবল ডেকার বাস প্রবেশ করানো হলো? পিকনিক স্পট বুক করার আগে আঞ্চলিক এক লেন সড়কে ডাবল ডেকার বাস প্রবেশ করবে কিনা সেটি জানানো দরকার ছিল। কিন্তু তারা এসব বিষয় চিন্তাতেই আনেননি। বিশ্ববিদ্যালয় ও রিসোর্ট কর্তৃপক্ষ এ ঘটনার দায় এড়াতে পারে না।

এদিকে স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের এই তারটি দীর্ঘদিন ধরেই ঝুলছিল যা স্থানীয় এবং রিসোর্ট কর্তৃপক্ষ জানতো। কিন্তু তাদের এই অবহেলার জন্য এবং পল্লী বিদ্যুৎ যদি তারটি খোলা না রেখে কভার ব্যবহার করতো তাহলে এত প্রাণহানী হতো না। রিসোর্ট এর বিষয় স্থানীয়দের অভিযোগের শেষ নেই। স্থানীয়দের দাবি, রিসোর্টে দিনের  পাশাপাশি রাতেও উচ্চস্বরে গান-বাজনা চালাতো। এতে স্থানীয়রা ছিল অতিষ্ঠ। এছাড়াও অসামাজিক কার্যকলাপ এর অভিযোগও আছে রিসোর্টির বিরুদ্ধে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রিসোর্ট কর্তৃপক্ষ কেউই ফোন রিসিভ করেনি। এ কারণে কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ,থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, পিকনিক বাস বিদ্যুতায়িতর ঘটনায় তদন্ত চলছে। রিসোর্ট, বিশ্ববিদ্যালয় ও পল্লী বিদ্যুৎ এ তিন প্রতিষ্ঠানের কোনো গাফলতি আছে কিনা তা তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জানা যাবে। দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন বাস | বিদ্যুৎস্পৃষ্ট | পিকনিক