ভারতের ঝাড়খন্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি, বিজেপি অভিযোগ করে আসছিলো, রাজ্যটিতে বাংলাদেশিরা অবৈধভাবে প্রবেশ করে সাওতাল নারীদের বিয়ে করে তাদের জমি দখল করছে। আর দলটি ক্ষমতায় আসলে রাজ্যটি থেকে এসব বাংলাদেশিদের বিদায় করবে। তবে বিজেপির এই বাংলাদেশি বিরোধী কার্ড সেখানে কাজ করেনি।
শনিবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত রাজ্যটির বিধান সভা নির্বাচনে হেরে গেছে ভারতীয় জনতা পার্টি, বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোট।
সর্বশেষ খবর মতে, ৮১ আসনের বিধানসভায় ইন্ডিয়া জোট ৫৬টি আসন দখল করতে চলেছে আর বিজেপি ২৪ আসন। রাজ্যটিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সরেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
অন্যদিকে ঝাড়খন্ডে ধরাশায়ী হলেও মহারাষ্ট্রে জিততে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ । কংগ্রেস, শিবসেনা (উদ্ধব) ও এনসিপির (শরদ পাওয়ার) ইন্ডিয়া জোটকে হারিয়েছে বিজেপি ও এর জোটসঙ্গীরা।
২৮৮ আসনের বিধানসভায় মহায়ুতি বা এনডিএ জিততে চলেছে ২২৩ আসন। বিজেপি একাই পেতে পারে ১২৫ আসন। বিজেপির মিত্র শিবসেনা (শিন্ডে) এগিয়ে রয়েছে ৫৭ ও অজিত পাওয়ারের এনসিপি ৩৭ আসনে।
এনএস/