অর্থনীতি

রমজানের আগে ভারত থেকে আসছে চিনি ও পেঁয়াজ : বাণিজ্য প্রতিমন্ত্রী

রমজানের আগে ভারত থেকে আসছে চিনি ও পেঁয়াজ : বাণিজ্য প্রতিমন্ত্রী
রমজানের আগেই ভারত বাংলাদেশে চিনি ও পেঁয়াজ রপ্তানি করবে। আগে শুল্ক বেশি ছিলো এখন সেটা কমিয়ে আনা হবে। এছাড়াও ব্রাজিল ও বিভিন্ন দেশ থেকে চিনিসহ বিভিন্ন নিত্যপণ্য সামগ্রী আমদানি করা হবে। বললেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের দেলদুয়া উপজেলায় নিজ বাসভবনে সাংবাদিকদের এ ক্থা বলেন তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে অতি শিগগিরই ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। ভারত দীর্ঘদিন রপ্তানি বন্ধ করে রেখেছিলো। ভারতের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আগে শুল্ক বেশি ছিলো এখন সেটা কমিয়ে আনা হবে। এছাড়াও ব্রাজিল ও বিভিন্ন দেশ থেকে চিনিসহ বিভিন্ন নিত্যপণ্য সামগ্রী আমদানি করা হবে। মন্ত্রী আরও বলেন, টিসিবির মাধ্যমে রমজানে সারাদেশে খাদ্যপণ্য বিতরণ করা হবে। আগে ট্রাকে বিতরণ করা হত, এখন ডিলারের দোকানের মাধ্যমে হচ্ছে এরপর প্রতিটা এলাকায় নির্দিষ্ট জায়গায় বিতরণ করা হবে। প্রসঙ্গত, এ সময়ে মানুষের বিভ্রান্তি এড়াতে সাংবাদিকদের একাধিক বাজার যাচাই করে সংবাদ করার আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন রমজানের | আগে | ভারত | আসছে | চিনি | ও | পেঁয়াজ | | বাণিজ্য | প্রতিমন্ত্রী