আর্কাইভ থেকে দেশজুড়ে

খাদ্যে বিষক্রিয়ায় তাবলিগ জামাতের ১৪ জন হাসপাতালে ভর্তি

খাদ্যে বিষক্রিয়ায় তাবলিগ জামাতের ১৪ জন হাসপাতালে ভর্তি

ঝালকাঠিতে তাবলিগ জামায়াতে খাবার খেয়ে ১৪ জন অসুস্থ হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। চেতনানাশক ঔষধের বিষক্রিয়ায় তারা সবাই অসুস্থ বলে চিকিৎসকের প্রথামিক ধারণা। 

মুসল্লিদের পর্যবেক্ষেণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। চুরির উদ্দেশ্যে খাবারে চেতনানাশক ঔষধ মেশানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

তাবলিগের সাথীরা জানান, ঠাকুরগাও জেলা থেকে ২০ জন বিভিন্ন বয়সের মুসল্লী ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মসজিদে ওঠেন। শনিবার রাতের খাবার খেয়ে সবাই মসজিদে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোর রাত থেকে তাদের মধ্যে একে এক ১৪ জন অসুস্থ হয়ে পড়েন। আবার কেউ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। সকালে স্থানীয় মুসল্লীরা মসজিদের এসে তাদের উদ্ধার করে ঝালকাঠি জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। 

স্থানীয় মুসল্লীরা জানান, রান্না করা খাবার মসজিদের বারান্দায় রাখা ছিলো। মুল্লীদের টাকা পয়সা চুরির উদ্দেশ্যে সুযোগ বুঝে ওই খাবারে কেউ চেতনানাশক দ্রব্য মিশিয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. জাফর আলী দেওয়ান জানান, মসুল্লীদের চিকিৎসা দেয়া হচ্ছে। পরীক্ষা নিরিক্ষা করে অসুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটি হয়েছে বলে ওই চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত করছে। পরিস্থিতি বুঝে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন খাদ্যে | বিষক্রিয়ায় | তাবলিগ | জামাতের | ১৪ | জন | হাসপাতালে | ভর্তি