আর্কাইভ থেকে বাংলাদেশ

মেট্রোরেলের ঘন ঘন স্টেশন কেন : মির্জা ফখরুল

মেট্রোরেলের ঘন ঘন স্টেশন কেন : মির্জা ফখরুল

আপনারা নিশ্চয় মেট্রোরেল দেখেছেন, কিছুক্ষণ পর পর স্টেশন। যার কোনও প্রয়োজন নেই। আগারগাঁওয়ে একটা, আবার শেওড়াপাড়ায় একটা। এরপর সংসদ ভবন, আবার ফার্মগেটে একটা। এত ঘন ঘন স্টেশন পৃথিবীর কোথাও নেই। এতো স্টেশনের কারণ কী। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, পদ্মা সেতু হচ্ছে বলে আমাদের গায়ের জ্বালা নয়, পদ্মা সেতু থেকে হাজার-হাজার কোটি টাকা লুট করে তারা বিদেশে পাচার করছে, এখানে আমাদের গায়ের জ্বালা। এই দেশের মানুষের পকেটের টাকা দিয়ে তৈরি করা হয়েছে এই সেতু। যেটা ১০ হাজার কোটি দিয়ে তৈরি হওয়ার কথা, সেটা লাগল ৩০ হাজার কোটি টাকা।  বাংলাদেশ পুরোপুরি ঋণগ্রস্ত হয়ে গেছে। এই সরকার আমাদের একেবারে ঋণের গভীরে নিয়ে গেছে। আমরা চাকচিক্য দেখে বুঝতে পারছি না। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মেট্রোরেলের | ঘন | ঘন | স্টেশন | কেন | | মির্জা | ফখরুল