আর্কাইভ থেকে বাংলাদেশ

কুবি শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুবি শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক  অনুষ্ঠান না থাকায় নিজেরা আয়োজন করবেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করবে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় দিবসে র‍্যালি, কবুতর উড়ানো, কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন কোন উদ্যাগে না নেওয়া এবার শিক্ষার্থীরাই আয়োজন করতে যাচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যার।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন বাজেট স্বল্পতার কারণে আয়োজন করতে পারছেনা তারা।

শিক্ষার্থীদের উদ্যাগে সাংস্কৃতিক সন্ধ্যার বিষয়ে জানতে চাইলে আয়োজক মুনিম হাসান বলেন, বিশ্ববিদ্যালয় দিবসে আমাদের যে প্রত্যাশা ছিল সে ধরণের কোন উদ্যােগ নেয়নি প্রশাসন। দিবসের জন্য যে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা বাজেট করা হয়েছে তার মধ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা যেত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু উদ্যােগ নেয়নি তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা আয়োজন করতে যাচ্ছি। এখানে বিশ্ববিদ্যালয়ের সকল সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে। এছাড়া দু'টি ব্যান্ড দলের সাথে কথা বলছি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি প্রসঙ্গে বলেন, আমরা ছাত্র পরার্মশ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালককে অবগত করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বরবার চিঠি পাঠিয়েছি। এখানে শিক্ষার্থীদের সম্পূর্ন নিজস্ব অর্থায়নে অনুষ্ঠানটি করতে যাচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন কথা বলতে রাজি হন নি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন কুবি | শিক্ষার্থীদের | নিজস্ব | অর্থায়নে | প্রতিষ্ঠাবার্ষিকী | পালন