জাতীয়

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যরা

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যরা
প্রধামনন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে গেছেন স্বতন্ত্রভাবে নির্বাচিত ৬২ জন সংসদ সদস্য। সংসদে তাদের ভূমিকা কেমন হবে সেই নির্দেশনা দিতেই আজ গণভবনে বৈঠকে ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটায় গণভবনে এই বৈঠক শুরু হয়। চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন অনুষ্ঠান সঞ্চালনা করছেন। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী স্বতন্ত্র সংসদ সদস্যদের সংসদের কার্যপ্রণালী বিধি মেনে চলার ব্যাপারে তাগিদ দেন। সবাই জনগণের ভোটে নির্বাচিত, এজন্য জনগণের কল্যাণে কাজ করার নির্দেশ দেন সংসদ নেত্রী। গেলো ৭ জানুয়ারির নির্বাচনে দলীয় প্রতীকে মনোনয়ন দিলেও আওয়ামী লীগ নিজ দলের নেতাদের জন্য প্রার্থিতা উন্মুক্ত করে দেয়। বিএনপিসহ বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা দেখাতে এই কৌশল নেয় ক্ষমতাসীন দল। এতে সুফলও পায় দলটি। এই সংসদে ৬২ জন স্বতন্ত্রভাবে বিজয়ী হন, যাদের মধ্যে প্রায় ৫৯ জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এএম/  

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধানমন্ত্রীর | আমন্ত্রণে | গণভবনে | স্বতন্ত্র | সংসদ | সদস্যরা