ক্রিকেট

যে কারণে জাভির সিদ্ধান্ত মেনে নিয়েছেন লাপোর্তা

যে কারণে জাভির সিদ্ধান্ত মেনে নিয়েছেন লাপোর্তা
ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-৩ গোলে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে সবাইকে হতবাক করে পদত্যাগের ঘোষণা দেন জাভি হার্নান্দেজ। আগামী জুনে কোচের পদ ছেড়ে দিবেন তিনি। হঠাৎ সরে জাভির সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মেনে নিয়েছেন লাপোর্তাও।  তার ওই সিদ্ধান্ত কেন এবং কোন পরিস্থিতিতে মেনে নিতে হয়েছে, সেটা জানিয়েছেন বার্সা সভাপতি। ২০২১ সালে কাতালান ক্লাবটির দায়িত্ব নেওয়া জাভি আলোচনা করেছেন লাপোর্তার সঙ্গে। সেই আলোচনার পর বার্সা সভাপতি জানালেন, জাভির ইচ্ছাকে প্রাধান্য দিতেই হয়েছে তাকে। জাভি বলেন, ‘জাভি আমাকে বলল, মৌসুম শেষে সে কোচের পদ ছেড়ে দিবে। এই মৌসুমটা সে শেষ করতে চায়। এটা একটা প্রক্রিয়া এবং আমার মেনে নিতে হয়েছে, কেননা, প্রস্তাবটা জাভিই দিয়েছে। বার্সেলোনা সমর্থকদের কাছে সে একজন কিংবদন্তি।”    

এ সম্পর্কিত আরও পড়ুন কারণে | জাভির | সিদ্ধান্ত | মেনে | নিয়েছেন | লাপোর্তা