টলিউড

চিন্তা করবেন না, সেরে উঠব: কবীর সুমন

চিন্তা করবেন না, সেরে উঠব: কবীর সুমন
শ্বাসকষ্ট নিয়ে গেলো ২৯ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান সংগীতশিল্পী কবীর সুমন। বর্তমানে কলকাতা মেডিকেল কলেজের সিসিইউতে ভর্তি রয়েছেন তিনি। আর সেখান থেকেই নিজের শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছেন এই গায়ক। ইতোমধ্যে সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পাশাপাশি অক্সিজেনও দেয়া হয়েছে তাকে। হাসপাতাল থেকে ভক্তদের উদ্দেশে সুমন বলেন, চিন্তা করবেন না, সেরে উঠব। হাসপাতালের পক্ষ থেকে জানা যায়, হার্ট ফেলিওরের সঙ্গেই দুটো ফুসফুসে পানি জমে আছে সুমনের। তাই অ্যান্টিবায়োটিকের সঙ্গে পটাশিয়াম সাপ্লিমেন্ট দেয়া হচ্ছে। এছাড়া দীর্ঘদিন ধরেই ডায়াবেটিকসের পাশাপাশি উচ্চরক্তচাপ রয়েছে তার। বাকি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তিনি সজ্ঞানে আছেন এবং খাবার খেতে চেয়েছেন।
কবীর-সুমন
কবীর-সুমন
এরপরেই সোশ্যাল মিডিয়ায় কবীর সুমন জানান যে, শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না। কবীর সুমনের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার অনুরাগীরা। এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে সুমনের অসুস্থতার খবরটি নিশ্চিত করেন একটি পোস্ট দেন এই সংগীতশিল্পীর ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত। মনীষা তার ফেসবুকে লেখেন, কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে তার। তবে ডাক্তারদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে। এদিকে সুমনের অসুস্থতার খবর জানার পর থেকে ব্যাপক উদ্বিগ্ন তার অনুরাগীরা। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে মনীষা কমেন্টসবক্সে। সুমনের দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকেই।  

এ সম্পর্কিত আরও পড়ুন চিন্তা | করবেন | সেরে | উঠব | কবীর | সুমন