আর্কাইভ থেকে বাংলাদেশ

নির্বাচনি প্রচারণা করতে গিয়ে জরিমানায় এক মেয়র প্রাথী

নির্বাচনি প্রচারণা করতে গিয়ে জরিমানায় এক মেয়র প্রাথী

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের (কুসিক)প্রচারণায় জীবন্ত ঘোড়া ব্যবহার এবং আচরণবিধি লঙ্ঘনের করায় স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (২৮ মে) সকালে  সিটির কান্দির পাড় এলাকায় ঘোড়া প্রতীক নিয়ে দ্বিতীয় দিনের প্রচার শুরু করার পর নিজাম উদ্দীন কায়সারকে জরিমানা করা হয়।

এদিকে মাইক ভাঙচুর ও পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ করেছেন বিএনপির বহিস্কৃত নেতা ও সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

আওয়ামীলীগ প্রার্থী বলছেন,আমদের দলে কোন বিভেদ নেই। কুমিল্লা এখন নৌকার নগরী।

নগরীর কাপড়িয়াপট্টি থেকে প্রচার শুরু করেন সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চান তিনি।

তিনি বলেন, নগরীর তার মাইক ভাঙচুর ও পোস্টার এবং বেশ কয়েকটি ব্যানার ছিড়ে ফেলেছে।

দলীয় নেতাকর্মীরা মাঠে থাকলেও প্রচারে নামেননি নৌকার মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।

কুমিল্লায় ভোটের মাঠে প্রচারে নেমেছেন ১০৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৩৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী।

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচনি | প্রচারণা | করতে | গিয়ে | জরিমানায় | এক | মেয়র | প্রাথী