জাতীয়

সংসদে গিয়েই প্রধানমন্ত্রীকে ‘স্যালুট’

সংসদে গিয়েই প্রধানমন্ত্রীকে ‘স্যালুট’
বিএনপি জোটের দীর্ঘদিনের সঙ্গী কল্যাণ পার্টির চেয়ারম্যান এবার কক্সবাজার-১ আসন থেকে বিজয়ী হয়েছেন মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। প্রথমবার সংসদ সদস্য হয়ে তিনি ‘প্রথমবার বাবা’ হওয়ার মতো অনুভূতির কথা জানিয়েছিলেন। এবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিনেই তিনি আলোচনায় এসেছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন সংসদ সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে ‘স্যালুট’ করেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। এদিন নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি নির্বাচিত হওয়া শাহজাহান ওমরকেও কুশল বিনিময় করতে দেখা গেছে। প্রধানমন্ত্রীকে সরকার দলীয় এমপি ছাড়াও স্বতন্ত্র এমপিরা পায়ে হাত দিয়ে সালাম করেন। ভিড়ের কারণে যারা কাছে এসে সালাম করতে পারেননি, তারাও দূরে দাঁড়িয়ে সালাম দেন সংসদ নেতাকে। সরকারপ্রধানের নজরে আসার চেষ্টা ছিল অনেকের মধ্যে। সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ঢাকা-৫ ও ঢাকা-১৪ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে ছিলেন কক্সবাজার-১ আসনে। তার পৈত্রিক বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে হলেও তিনি কক্সবাজার থেকে নির্বাচন করায় সবার কৌতূহল ছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য জাফর আলমকে হারিয়ে তিনি বিজয়ী হন। যদিও সরকার তাকে বিজয়ী করেছে বলে অভিযোগ করেছেন সাবেক সংসদ সদস্য। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন সংসদে | গিয়েই | প্রধানমন্ত্রীকে | স্যালুট