ক্রিকেট

সুপার সিক্সে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

সুপার সিক্সে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
যুব বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষ করে সুপার সিক্স নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সুপার সিক্সের গ্রুপ ওয়ানে আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ নেপাল অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের মাঙাউং ওভালে সুপার সিক্সের এই ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়ে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ভারতের কাছে ৮৪ রানে হেরে টুর্নামেন্ট শুরু করলেও, পরের দুই ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে ও যুক্তরাষ্ট্রকে ১২১ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ১টি হার ও ২টি জয়ে ৪ পয়েন্ট পায় তারা। এই গ্রুপ থেকে ভারত পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও আয়ারল্যান্ড ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে উঠে। যুব বিশ্বকাপের নিয়মনুযায়ী, সুপার সিক্সে খেলার সুযোগ পাওয়া দলগুলোর বিপক্ষে গ্রুপ পর্বে জয় পেলে পয়েন্ট যোগ হবে। সেক্ষেত্রে ‘এ’ গ্রুপ থেকে ভারত ও আয়ারল্যান্ড সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। ভারতের বিপক্ষে হারলেও, আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের কারনে ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে খেলবে বাংলাদেশ। সুপার সিক্সে গ্রুপ-১ এ বাংলাদেশের সাথে থাকছে ভারত, আয়ারল্যান্ড এবং ‘ডি’ গ্রুপ থেকে আসা পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। ভারত-পাকিস্তান ৪, নিউজিল্যান্ড-বাংলাদেশ ২ পয়েন্ট করে নিয়ে সুপার সিক্সে খেলবে। বাংলাদেশের চেয়ে রান রেটে এগিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে নিউজিল্যান্ড। আয়ারল্যান্ড-নেপালের কোন পয়েন্ট না থাকায় গ্রুপ-১ থেকে সেমিফাইনালের দৌড়ে আছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে খেলতে হলে, সুপার সিক্সে দুই ম্যাচে জয়ের সাথে ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ডের হারের প্রত্যাশা করতে হবে বাংলাদেশকে। সুপার সিক্সে দুই গ্রুপের সেরা দু’দল সেমিফাইনালে খেলবে। সুপার সিক্সের গ্রুপ-২এ আছে অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী ৩ ফেব্রুয়ারি বেনোনিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ একাদশ: আশিকুর রহমান শিবলী (কিপার), জিশান আলম, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), রোহানত দৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা। নেপাল একাদশ: অর্জুন কামাল, বিপিন রাওয়াল (কিপার), আকাশ ত্রিপাঠি, দেব খানাল (অধিনায়ক), বিশাল বিক্রম, গুলশান ঝা, দীপক বোহারা, দিপেশ কান্দেল, সুবাশ ভান্ডারি, আকাশ চান, দুর্গেশ গুপ্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন সুপার | সিক্সে | টসে | হেরে | বোলিংয়ে | বাংলাদেশ