দেশকে নিরাপদ করতে সরকারের যে সাফল্য তাতে সাংবাদিকরাও অংশীদার। সাংবাদিকতা পেশাকে সবসময় শ্রদ্ধার চোখে দেখেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বুধবার (৩১ জানুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী সরকারের বিভিন্ন কাজে সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রশংসা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে নিরাপদ বাসভূমি করতে আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সফলতা অর্জন করেছি সাংবাদিকরাও তার অনন্য অংশীদার। তিনি বলেন, বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জনগণের জানমালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে সাংবাদিকরাও তাদের দায়িত্বপালন করে যাচ্ছে, বিশেষ করে ক্রাইম রিপোর্টাররা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অনেক ক্লু-লেস অপরাধের অনুসন্ধানী প্রতিবেদন পেশ করে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে।
অপরাধ দমনে সাংবাদিকরা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে উল্লেখ করে মন্ত্রী ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতে ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান বাংলাদেশের আইনশৃঙ্খলা ও বাজারশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকার বিষয়ে বক্তব্য দেন। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ক্র্যাবের রেজিস্ট্রেশন পাওয়ার বিষয়ে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এসময় ক্র্যাবের নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।
এএম/