বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট পর্বে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খেলায় শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। জবাবে ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে যান তানজিদ হাসান তামিম। এরপর ৯ বলে ৭ করে আউট হয়ে যান আরেক ওপেনার টম আভিষ্কা ফার্নান্দো।
টম ব্রুস রান তোলার চেষ্টা করলেও অপর প্রান্ত থেকে শাহাদাত হাসান দিপু (৯), সৈকত আলি (০), নাজিবুল্লাহ জাদরান (১১), শুভাগত হোম (৭) এবং জিয়াউর রহমান আউট হন শূন্য রানে। কুমিল্লার দাপুটে বোলিংয়ের কাছে নিজেকে ধরে রাখতে পারেননি ব্রুসও। ২০ বলে ২৭ রান করে আউট হন তিনি।
শেষ দিকে আল-আমিন ও বিলাল খান শূন্য রানে আউট হলে ২১ বল হাতে থাকতেই মাত্র ৭২ রানে অলআউট হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে ২২ বলে ৭ রান করে অপরাজিত থাকেন নাহিদুজ্জামান।
জবাবে খেলতে রান পাননি টাইগার ওপেনার লিটন কুমার দাস। ৯ বলে ২ রান করে আউট হন তিনি। এরপর ৫ বলে ৫ রান করে ফিরে যান মাহিদুল ইসলাম অঙ্কনও।
চতুর্থ উইকেটে রিজওয়ানকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন তাওহীদ হৃদয়। ১২ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। শেষ দিকে রায়মোন রাইফারের ৪ রান এবং মোহাম্মদ রিজওয়ানের ২৪ বলের অপরাজিত ১৬ রানে ভর করে ৬৪ বল এবং সাত উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।