আর্কাইভ থেকে বাংলাদেশ

চালের দাম বৃদ্ধি রোধে শিগগিরি অ্যাকশন নেবে সরকার

চালের দাম বৃদ্ধি রোধে শিগগিরি অ্যাকশন নেবে সরকার

বোরোর ভরা মৌসুম চলছে। অথচ এসময় চালের দামের ঊর্ধ্বগতি। এক মাসের ব্যবধানে চালের মান ভেদে প্রতি কেজিতে ৫ থেকে ১৫ টাকা দাম বেড়েছে। এমন অবস্থায় চালের দাম বৃদ্ধি নিয়ে বাজার মনিটর করে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, চাল ও তেল নিয়ে বেশি আলোচনা হয়েছে। এই ভরা মৌসুমে চালের দাম কেন বেশি? গোয়েন্দা প্রতিবেদন এবং কিছু সাজেশন ছিল, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, খাদ্য সচিব, বাণিজ্য সচিব ও কৃষি সচিবকে দ্রুত বসে মার্কেট সার্ভে করে, এ বিষয়গুলো দেখতে বলা হয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কিছুদিন আগে তেলের বিপরীতে যেভাবে ড্রাইভ দেয়া হলো, ওই রকম ড্রাইভ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। যদি কেউ এভাবে আন-অথরাইজড চালের ব্যবসা করে বা মজুত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আজ নির্দেশনা দেয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন চালের | দাম | বৃদ্ধি | রোধে | শিগগিরি | অ্যাকশন | নেবে | সরকার