আর্কাইভ থেকে বাংলাদেশ

নরসিংদী তরুণী হেনস্থা : পাল্টাপাল্টি মানববন্ধন

নরসিংদী  তরুণী হেনস্থা : পাল্টাপাল্টি মানববন্ধন

অশ্লীল পোষাক পরিধান করার অজুহাতে নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্থার ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন করেছে দুটি পক্ষ। 

গ্রেপ্তার মার্জিয়া সাময়া শিলার মুক্তির দাবি এবং গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দা জানিয়ে নরসিংদীর সর্বস্তরের জনগণ নামক ব্যনারে নরসিংদী প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধনের করা হয়। সেখানে বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে মার্জিয়ার মুক্তি দাবীর করেন।  

অপরদিকে, মার্জিয়া সাময়া শিলার সর্বোচ্চ বিচারের দাবি জানিয়ে  নরসিংদী ও ঢাকার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ ছাত্র নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিরা এ মানববন্ধন করেছে। গ্রেপ্তারকৃত মার্জিয়াসহ হেনস্থার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করে প্রগতিশীল নারী নেতৃবৃন্দ। নরসিংদী রেল স্টেশনের মুল ফটকের সামনে তারা এই মানববন্ধন করেন।  স্থানীয় নারী কল্যান সংস্থা মাদারস ডেভলাপমেন্ট সোসাইটির সহযোগিতায় মানববন্ধনে একশন এইড বাংলাদেশ, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, নারী নিরাপত্তা জোট, উই ক্যান ইন্টারন্যাশনালসহ বেশ কিছু নারী সংগঠনের নেতারা ঢাকা থেকে গিয়ে মানববন্ধনে অংশ নেয়। এসময় তরুণী হেনস্তার ঘটনার  নিন্দা জানিয়ে নারীদের নিরাপত্তার দাবি করেন তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন নরসিংদী | | তরুণী | হেনস্থা | | পাল্টাপাল্টি | মানববন্ধন