বলিউড

সরকারি ব্র্যান্ড অ্যাম্বাসাডর পুনম পাণ্ডে? তুঙ্গে জল্পনা!

সরকারি ব্র্যান্ড অ্যাম্বাসাডর পুনম পাণ্ডে? তুঙ্গে জল্পনা!
চেয়েছিলেন সার্ভাইক্যাল ক্যানসার নিয়ে সচেতনতার বার্তা দিতে। কিন্তু হয়ে গেলো উলট পুরাণ! নিজের মৃত্যু নিয়ে তো বটেই, এমনকী ক্যানসারের মতো মারণরোগ নিয়ে তার বদ রসিকতার জেরে খেপে উঠেছেন ভক্তরা। যে পুনম পাণ্ডে ছিলেন এযাবৎকাল নীলদুনিয়ার রাতরানি, গেলো কয়েকদিনে তিনি একেবারে সোশাল মিডিয়ার ‘ভিলেন’ হয়ে উঠেছেন! কিন্তু এবার শোনা যাচ্ছে ‘ডেথ স্টান্ট’ করেই ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে বড় দায়িত্ব পেতে চলেছেন পুনম পাণ্ডে। বুধবার শোনা গিয়েছিল যে, কেন্দ্রীয় মন্ত্রণালয়ের পক্ষে সংবাদ সংস্থা পিটিআইকে নাকি নিশ্চিত করা হয়েছে যে, পুনম পাণ্ডেকে ক্যানসার সচেতনতার বিজ্ঞাপণী দূত করা হবে। ইতোমধ্যেই নাকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে মডেল অভিনেত্রী এবং তার টিমের কথা হয়েছে। জরায়ুর ক্যানসার নিয়ে সচেতনতার বার্তা দিয়ে গিয়ে নিজের মুত্যুর ভুয়ো খবর রটিয়েছিলেন পুনম পাণ্ডে। যা নিয়ে দিন কয়েকে সামাজিক ঝড় বয়ে গেছে। আর সেই দুঃসাহসের জন্যই কি তার ঝুলিতে এই পুরস্কার? উঠেছে প্রশ্ন। গেলো শুক্রবারই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পুনম পাণ্ডের মৃত্যুর খবর। তার বোনই নিশ্চিত করেছিলেন সেই খবর। তড়িঘড়ি বিনোদুনিয়ায় শোরগোল পড়ে যায়। শোকবার্তাও জানান অনেকে। সেদিন দিনভর দুঃখপ্রকাশের পর শনিবার সকাল হতেই ঝুলি থেকে বেড়িয়ে পড়ে বিড়াল! পুনম পাণ্ডে সশরীরে ভিডিও পোস্ট করতেই বিনোদুনিয়া থেকে রাজনৈতিকমহল সব একেবারে রে-রে করে উঠেছিল। ক্ষমা চাইলেও চিঁড়ে ভেজেনি! পুনমের বিরুদ্ধে তোলা হয়েছে আইনি পদক্ষেপের দাবিও। এমতাবস্থায় মডেল অভিনেত্রীকে কি কেন্দ্রীয় মন্ত্রণালয়ের পক্ষে ক্যানসার সচেতনতার বিজ্ঞাপণী দূত করা হবে কি না? তা নিয়ে ধন্দ রয়েছে। যদিও বলিউডের সংবাদমাধ্যমের একাংশ, সেই খবর ভুয়ো বলে দাবি করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সরকারি | ব্র্যান্ড | অ্যাম্বাসাডর | পুনম | পাণ্ডে | তুঙ্গে | জল্পনা