আর্কাইভ থেকে করোনা ভাইরাস

রোজা রেখে করোনার টিকা নেওয়া যা‌বে: ইসলামিক ফাউন্ডেশন

রোজা রেখে করোনার টিকা নেওয়া যা‌বে: ইসলামিক ফাউন্ডেশন

সকলের মনে যে প্রশ্ন ছিলো যে রোজা রেখে করোনাভাইরাসের টিকা নেওয়া যা‌বে কি না! এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বলা হয়, করোনা টিকা রোজা রেখে নেয়া যাবে।।

সোমবার (১৫ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞ‌প্তিতে বলা হয়, যেহেতু করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যণালী ও পাকস্থলিতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনাভাইরাসের টিকা নিলে রোজা ভঙ্গ হবে না। 

উল্লেখ্য যে, এ মর্মে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমরাও এই অভিমত দিয়েছেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন রোজা | রেখে | করোনার | টিকা | নেওয়া | যা‌বে | ইসলামিক | ফাউন্ডেশন