আর্কাইভ থেকে বাংলাদেশ

কন্টেইনার অগ্নিকাণ্ড: হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে জেলা পরিষদ

কন্টেইনার অগ্নিকাণ্ড: হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে জেলা পরিষদ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকর্মীসহ এখনো পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিপোতে কোনো পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। 

প্রাথমিকভাবে নিহতের পরিবারদের ৫০ হাজার ও আহতদের ২০ হাজার করে টাকা দেয়ার ঘোষণা দিয়েছে জেলা পরিষদের।

শনিবার (৪ জুন) দিবাগত রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধসহ আহত হয়েছেন ২ শতাধিক। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কমপক্ষে ২১ জন কর্মী। এছাড়া এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্নসহ কমপক্ষে ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৩০ জনকে। আহত আরও অনেককে হাসপাতালে আনা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের চিকিৎসায় অনেক রক্তের প্রয়োজন। দগ্ধদের সহায়তায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম। কিন্তু হঠাৎ করে ৭-৮ টি কন্টেইনারে বিস্ফোরণে আবার আগুন ছড়িয়ে পড়েছে। এখনও মালিক পক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

ফারুক হোসেন সিকদার আরও বলেন, ডিপো এলাকায় পানির সংকট রয়েছে। সেখানে একটি পুকুর থেকে পানি আনা হয়েছিল, সেই পানিও এখন শেষ পর্যায়ে।

জানা গেছে, ডিপোতে আমদানি-রপ্তানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার ছিল। কন্টেইনারে রাসায়নিক ছিল, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।

এ সম্পর্কিত আরও পড়ুন কন্টেইনার | অগ্নিকাণ্ড | হতাহতদের | পরিবারকে | ক্ষতিপূরণ | দেবে | জেলা | পরিষদ