আর্কাইভ থেকে বাংলাদেশ

আমি মারা যাচ্ছি, বাবা আমাকে মাফ করে দিও

আমি মারা যাচ্ছি, বাবা আমাকে মাফ করে দিও

তিন মাস আগে বিএম কনটেইনার ডিপোতে চাকরি পান মমিনুল হক। আগুন লাগার পরপরই (শনিবার রাতে) ছেলের সঙ্গে আমার প্রথম কথা হয়। প্রথমবার ছেলে ডিপোতে আগুন লাগার সংবাদ জানায়। তখন তাকে দূরে থাকতে বলেছিলাম। এর ১০ মিনিট পর ছেলে ফোন করে বলে, বাবা বিস্ফোরণে আমার একটা পা উড়ে গেছে। আমি মারা যাচ্ছি বাবা, আমাকে মাফ করে দিও।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ছেলে হারা বাবা ফরিদুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ফোনে ওইটুকু কথা বলার পর লাইন কেটে যায়। রাত ১টার পরে এসে হাসপাতালে ছেলের লাশ পাই।

গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে একটি দাহ্য পদার্থের কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুন লাগার পর আজ রোববার বেলা ১২ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালজুড়ে স্বজনদের আহাজারি। ভারী হয়ে উঠেছে এখানকার বাতাস। কেউ এসেছেন স্বজনের খোঁজে, আবার কেউ মরদেহ শনাক্তে ব্যস্ত।

রোববার (৫ জুন) বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে ফায়ার ফাইটারসহ ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়ে চমেকে ভর্তি রয়েছেন ১৩৫ জন। অন্যান্য হাসপাতালে আরও শতাধিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ২৪ টি ইউনিট সেখানে কাজ করছে। 

এ সম্পর্কিত আরও পড়ুন মারা | যাচ্ছি | বাবা | আমাকে | মাফ | করে | দিও