আর্কাইভ থেকে জাতীয়

সীতাকুণ্ডে অগ্নিকান্ডের ঘটনায় সংসদে শোক

সীতাকুণ্ডে অগ্নিকান্ডের ঘটনায় সংসদে শোক

সীতাকুণ্ডে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। 

রোববার (৫ জুন) জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উত্থাপন করেন।

এছাড়া সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সাবেক আট সংসদ সদস্য, গত সংসদ অধিবেশন শেষ হওয়ার পর এ পর্যন্ত দেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যু শোক প্রস্তাব আনা হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় সংসদ।

সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। তাদের আত্মার মাগফিরাত কামনাও করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন সীতাকুণ্ডে | অগ্নিকান্ডের | ঘটনায় | সংসদে | শোক