ক্রিকেট

সাকিব ঝড়ের পর বড় সংগ্রহ রংপুরের

সাকিব ঝড়ের পর বড় সংগ্রহ রংপুরের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চট্টগ্রাম পর্বের খেলা শুরু হয়েছে আজ। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডারস। খেলায় শুরুতে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ৩১ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংসের পর ২১৯ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর। এছাড়াও মাহাদী হাসান খেলেছেন ৩৬ বলে ৬০ রানের ইনিংস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ বলে ৫ রান করে বোল্ড হয়ে যান রনি তালুকদার। এরপর ৭ বলে ৪ রান করেন ফিরে যান রেজা হেনড্রিক্সও। দলীয় ২৪ রানে দুই উইকেট হারানো রংপুরের শুরু হয় সাকিব আল হাসান ও মাহাদী হাসানের ঝড়।  নাসুমের এক ওভারেই তোলেন ২৬ রান করা সাকিব ২০ বলে ফিফটি তুলে নেন।  ৩১ বলে ৬৯ রান করে সাকিব থামলে ২৮ বলে ফিফটি তুলে নেন মাহেদীও।  ৩৬ বলে ৬০ রান করেন এই তরুণ অলরাউন্ডার। শেষ দিকে ডোয়েন পিটোরিয়াসের ১২ বলে ১৭ রান এবং নুরুল হাসান সোহানের ১৩ বলে ৩২ রানে ক্যামিও ইনিংসে ভর করে পাঁচ আউট হারিয়ে ২১৯ রানের বিশাল পুঁজি পায় রংপুর।    

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিব | ঝড়ের | বড় | সংগ্রহ | রংপুরের