বলিউডের একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা অভিষেক বচ্চন। তার সুদর্শন চেহারা এবং অতুলনীয় অভিনয় দিয়ে হৃদয় জয় করতে পিছপা হননি কখনও। ব্যক্তিগত জীবনে, অভিষেক এবং ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা রয়েছে। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে আরাধ্যা। শোনা যাচ্ছে, তার জন্যই নাকি একসঙ্গে রয়েছেন তারা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সফল মুখ হওয়া ছাড়াও ঐশ্বর্য এবং অভিষেক তাদের বাবা-মা অর্থাৎ অমিচতাভ বচ্চন ও জয়া বচ্চনের সন্তান।
এক বাড়িতে সকলে মিলে একসঙ্গে থাকেন বলে ভীষণভাবে সমালোচিতও তারা। নানা আলোচনার মাঝেই সম্প্রতি রাজ শামানির পডকাস্টে অভিষেকও এর কারণ নিয়ে মুখ খুলেছেন। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভারতীয়রা তাদের বাবা-মায়ের সঙ্গে থাকে। এমনকী প্রাপ্তবয়স্ক হয়েও।
এ বিষয়ে অভিনেতা একটি অন্যরকম উত্তর দিয়েছিলেন। যা লাখ লাখ দর্শকের হৃদয় জয় করে নিয়েছিল। অভিষেক বলেছিলেন, তিনি তার বাবা-মায়ের সঙ্গে না থাকার কথা ভাবতে পারেন না। বিশেষ করে যে বয়সে তার বাবা-মায়ের তাকে প্রয়োজন। তার বাবার বয়স ৮৫ এবং তার মায়ের বয়স ৭৫ বছর। এবং যদিও তারা খুবই সক্রিয় এবং স্বাধীন। তবুও তাদের পাশে আমাকে প্রয়োজন। এছাড়াও তাদের যত্ন প্রয়োজন। অভিষেক আরও বলেছেন, আমরা যখন নিজেদের যত্ন নিতে পারি না, তখন আমাদের বাবা-মা আমাদের যত্ন নেন। তাই আমাদেরও একই কাজ করা উচিত।
অভিষেক বচ্চন বাবা-মায়েরা তাদের সন্তানের জন্য যে নীরব ত্যাগ স্বীকার, সে সম্পর্কেও কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন যে যদিও কখনও কখনও এমনও হয় যে তারা এক সপ্তাহ বা তার বেশি সময়ই হয়তো একে অপরের সঙ্গে দেখা করতে পারে না। কারণ, প্রত্যেকেই তাদের কর্মজীবন নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকে। তবে দিনের শেষে, বাবা-মায়ের জন্য যা গুরুত্বপূর্ণ তা হল একই ছাদের নিচে তাদের সন্তানেরা একসঙ্গে বসবাস করছে। ।
এ সম্পর্কিত আরও পড়ুনবাবামায়ের | সঙ্গে | থাকা | নিয়ে | অভিষেক