অস্কার মনোনয়ন, গোল্ডেন গ্লোবস’র পর এবার বাফটার মঞ্চেও ‘ওপেনহাইমার’ দাপট। সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন কিলিয়ন মারফি। অন্যদিকে সেরা পরিচালকের শিরোপা পেলেন ক্রিস্টোফার নোলান। সবমিলিয়ে বাফটা-র মঞ্চে ৭টি পুরস্কার জিতে নিল ‘ওপেনহাইমার’। আর বাফটা, গোল্ডেন গ্লোবস জিতে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয়া অভিনেতার পাশে মঞ্চে দ্যুতি ছড়ালেন ভারতীয় সুন্দরী দীপিকা পাড়ুকান।
রোববার (১৮ ফেব্রুয়ারি) লন্ডনে সেই সিনেমাই যখন বাফটা পুরস্কার পেল, তখন মঞ্চে দাঁড়িয়ে নাম ঘোষণা করলেন দীপিকা পাড়ুকোন। ভারতীয় সুন্দরীর উপস্থাপনায় মুগ্ধ হল পশ্চিমী বিনোদুনিয়াও। আগেভাগেই শোনা গিয়েছিল যে, ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অর্থাৎ বাফটা অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকানকে।
রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলে দিলেন সেই বাফটা লুকে। পরনে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা বিশেষ সিক্যুইন শাড়ি। স্লিভলেস ব্লাউজ। মিনিম্যাল মেকআপ। যৎসামান্য গয়নাতেই ৭৭তম বাফটার মঞ্চে বাজিমাত করলেন ‘বলিউড মস্তানি’।
২০২৩ সালে সিনেদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল ‘ওপেনহাইমার’। জে রবার্ট ওপেনহাইমার, যিনি পরমাণু বোমার জনক নামে পরিচিত, সেই বিস্ময়কর ব্যক্তির কাহিনি অবলম্বনেই এই ছবি তৈরি করেন ক্রিস্টোফার নোলান। আমেরিকাকে পরমাণু বোমা উপহার দিয়েও তিনি পেয়েছিলেন দেশদ্রোহীর তকমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ঘিরে জন্ম নেয়া বহু বিষণ্ণ আখ্যানের মতোই সেও এক করুণ ইতিহাস। সেই ইতিহাস সিনেমার পর্দায় তুলে ধরেছেন নোলান। তবে কম বিতর্ক হয়নি এই সিনেমাকে ঘিরে। তবুও ৫টি গোল্ডেন গ্লোবস, ৭টি বাফটা জিতে এবার মার্চ মাসে অস্কারের দৌড়ে ‘ওপেনহাইমার’। অস্কার মনোনয়নের তালিকাতেও ‘বার্বি’, ‘পুওর থিংস’কে পিছনে ফেলে দিয়েছে এই ছবি। সেরা অভিনেতা, সেরা ছবি, সেরা পরিচালক বিভাগে বাফটা পুরস্কার জিতেছে ‘ওপেনহাইমার’।
সেরা অভিনেতার পুরস্কারপ্রাপ্ত কিলিয়ন মারফির পাশে দাঁড়িয়ে দীপিকার একটি ছবি বর্তমানে নেটপাড়ার আলোচনায়। অনুরাগীদের কৌতূহল, তাহলে দীপিকা পাড়ুকানকে কি খুব শ্রীঘ্রই ফের হলিউডি সিনেপর্দায় দেখা যাবে?
এ সম্পর্কিত আরও পড়ুনএবার | বাফটার | মঞ্চেও | দ্যুতি | ছড়ালেন | দীপিকা