আর্কাইভ থেকে বাংলাদেশ

ইতালিতে হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৭

ইতালিতে হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৭

ইতালিতে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাডার স্ক্রীন থেকে বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার দুই দিন পর আরোহীদের মরদেহ উদ্ধার করা হচ্ছে। জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ জুন) হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর শনিবার (১১ জুন) একটি পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, ইতালির পাইলটসহ নিহতদের মধ্যে বাকি চারজন তুরস্কের এবং দুইজন লেবাননের নাগরিক।

বৃহস্পতিবার হেলিকপ্টারটি তাসকানির লুকা থেকে উড্ডয়ন করেছিল। উত্তরের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল পরে খারাপ আবহাওয়ায় কারণে একটি দূরবর্তী এলাকায় হেলিকপ্টারটি হারিয়ে যায়।

মোডেনা শহরের প্রিফেক্ট অফিস এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে চারজন তুরস্কের এবং দুইজন লেবাননের নাগরিক। ব্যবসায়িক কাজে ইতালিতে অবস্থান করছিলেন তারা। নিহত আরেকজন হচ্ছেন হেলিকপ্টারটির পাইলট। তিনি ইতালির নাগরিক। হেলিকপ্টারটি টাস্কানি এবং এমিলিয়া রোমাগনা অঞ্চলের সীমান্তের একটি পাহাড়ি এলাকায় পাওয়া গেছে।

ঘটনার তদন্তের অংশ হিসেবে প্রসিকিউটররা এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন ইতালিতে | হেলিকপ্টার | দুর্ঘটনা | নিহত | ৭