আর্কাইভ থেকে বাংলাদেশ

শামীম ইস্কান্দারের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

শামীম ইস্কান্দারের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

অবৈধ সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের বিরুদ্ধে দুদকের করা মামলা চলবে। 

রোববার (১২ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ শামীম ইস্কান্দারের করা মামলা খারিজ করে দেন। 

আদালতে শামীম ইস্কান্দারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। আর দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী একেএম ফজলুল হক।

৯ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে রমনা থানায় মামলা করে দুদক। এই মামলায় জামিনে আছেন শামীম ইস্কান্দার। 

পরবর্তীতে ২০১৬ সালে মামলাটি বাতিল চেয়ে আবেদন করেন শামীম ইস্কান্দার। তবে সে আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। সেই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন শামীম | ইস্কান্দারের | বিরুদ্ধে | দুদকের | মামলা | চলবে