আন্তর্জাতিক

ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দিলেন মার্কিন বিমান বাহিনীর সদস্য

ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দিলেন মার্কিন বিমান বাহিনীর সদস্য
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং তার গায়ের আগুন নেভান।  সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, হাসপাতালে নেয়ার আগে উদ্ধারকর্মীরা জানায়, আগুনে ওই ব্যক্তির শরীরের অনেকটাই পুড়ে গেছে। আত্মহত্যার চেষ্টাকারী ওই ব্যক্তির নাম-পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ। তবে একাধিক সংবাদমাধ্যম জানায়, গায়ে আগুন দেয়া ব্যক্তি মার্কিন বিমান বাহিনীর সদস্য এবং সেই সময় তিনি দায়িত্বরত ছিলেন। ধারণা করা হচ্ছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ওই ব্যক্তি তার গায়ে আগুন দিয়েছেন। ওয়াশিংটন পুলিশ জানায়, ওই ব্যক্তির উদ্দেশ্য ঠিক কী ছিল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আত্মহত্যার চেষ্টা করা ওই ব্যক্তির সাথে দূতাবাসের কোন কর্মীর পরিচয় বা সম্পর্ক নেই। ঘটনার সময় দূতাবাসের কাছেই একটি গাড়ি রাখা ছিল। গাড়িটিতে বোমা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিল। পরে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাড়িটিতে তল্লাশি চালায়। যদিও গাড়িতে বিপজ্জনক কোনকিছুই পাওয়া যায়নি। ইসরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছে যে, এ ঘটনায় তাদের কোনো কর্মী আহত হয়নি। তবে ঘটনার পর দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরায়েলি | দূতাবাসের | সামনে | শরীরে | আগুন | দিলেন | মার্কিন | বিমান | বাহিনীর | সদস্য