এশিয়া

সৌদি আরবে একদিনে ৭ শিরচ্ছেদ

সৌদি আরবে একদিনে ৭ শিরচ্ছেদ
সৌদি আরবে একদিনে সাত দিনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২২ সালের মার্চ মাসে ৮১ জনের শিরচ্ছেদের পর একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বিশেষায়িত ফৌজদারি আদালত (এসসিসি) সন্ত্রাসবাদের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ- তারা স্বদেশের সাথে বিশ্বাসঘাতকতা, দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বিপন্ন করেছে। ২০২৩ সালে ১৭২ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় দেশটিতে। এবছর এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। ইউরোপীয়-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) এবং যুক্তরাজ্য-ভিত্তিক রিপ্রিভ মিডল ইস্ট আইকে জানিয়েছে, মঙ্গলবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় রিপ্রিভের কাজের নেতৃত্বদানকারী জিদ বাসিউনি বলেছেন, ‘এটা মনে হয় যে এই লোকদের বিচার করা হয়েছে, দোষী সাব্যস্ত করা হয়েছে, সাজা দেয়া হয়েছে এবং সম্পূর্ণ গোপনীয়তার সাথে মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন সৌদি | আরবে | একদিনে | ৭ | শিরচ্ছেদ