বাংলাদেশ

আইসিইউতে গেলো রোগী, ফিরে এলো ধর্ষিত হয়ে

আইসিইউতে গেলো রোগী, ফিরে এলো ধর্ষিত হয়ে
ফুসফুসে সংক্রমণের কারণে এক নারী হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তবে সেখানে চিকিৎসা পাননি, বরং তাকে অচেতন করে ধর্ষণ করা হয়েছে। ভারতের উত্তরাঞ্চলীয় রাজস্থান প্রদেশের আলওয়ারের একটি বেসরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাজস্থানের আলওয়ার এলাকার একটি বেসরকারি হাসপাতালে ফুসফুসে সংক্রমণ নিয়ে ২৪ বছর বয়সী এক বিবাহিত নারী চিকিৎসাধীন ছিলেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক পুরুষ নার্স ওই আইসিইউ কক্ষে প্রবেশ করেন। পরে পর্দা টেনে দিয়ে ওই রোগীর সামনেই অশ্লিল কাজ লিপ্ত হন। এতে ওই রোগী আপত্তি জানালে ইনজেকশন দিয়ে অজ্ঞান করার পর তাকে ধর্ষণ করেন। ধর্ষনের ঘটনাটি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, নার্স চিরাগ যাদব ভিকটিমের বিছানায় যাচ্ছেন এবং পর্দা দিয়ে ঢেকে দিচ্ছেন। ধর্ষিত নারী বলেন, অভিযুক্ত চিরাগ যাদব মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে তাকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি তাকে অজ্ঞান করার জন্য একটি ইনজেকশন দিয়েছিল। পরে জ্ঞান ফিরলে তিনি নিজেকে ধর্ষিত অবস্থায় দেখতে পান। পরে  সতর্ক সংকেত পাঠালে ওই পুরুষ নার্স তাকে আবারো ইনজেকশন পুশ করে ক্ষতি করার ভয় দেখান। ওইসময় একজন নারী নার্স এসে উপস্থিত হন। এসময় সহায়তা না করে তিনিও  তাকে ভয় দেখান। পুলিশ কর্মকর্তা বলেন, তার (ভিকটিম) স্বামী মোবাইলে কল দিলে জ্ঞান ফিরে পান ওই নারী। এরপর তিনি তার পরিবারের কাছে স্বাস্থ্য পরীক্ষার কথা জানান। তিনি আরও বলেন, আমরা অভিযুক্তকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সিসিটিভির ফুটেজও পরীক্ষা করেছি; যাতে তাকে বিছানায় যেতে এবং পর্দা দিয়ে ঢেকে রাখতে দেখা যায়।  

এ সম্পর্কিত আরও পড়ুন আইসিইউতে | গেলো | রোগী | ফিরে | এলো | ধর্ষিত | হয়ে