ব্যক্তি স্বার্থে গণতন্ত্রের টুটি চেপে রেখেছে সরকার, হরণ করেছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে। বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (২২ নভেম্বর) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির গঠিত কমিটির প্রথম সভা শেষে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলন, বর্তমান সরকার স্বৈরচারী কায়দায় দেশ চালাচ্ছে। যে কারণে ভয়ে মানুষ মন খুলে কথা বলতে পারছে না।
বিএনপি নেতা বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে বিএনপি। তারই ধারাবাহিকতায় স্বাধীনতার ৫০ বছর পূর্তি ব্যাপকভাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায়ে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। সরকার যদি এসব কর্মসূচিতে বাধা দেয়, তাহলে তাদের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রশ্ন উঠবে।
এ সময় খন্দকার মোশাররফ বলেন, ৫০ বছর পূর্তিতে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা মানুষের কাছে তুলে ধরবে বিএনপি।
এস