লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ৪০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করেণ ।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, সালাহউদ্দিন আহমেদ আজ সকালে একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। লন্ডনে অবস্থানরত তার মেয়ে কাছেই যাচ্ছেন তিনি। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
জেডএস/