জাতীয়

১ মার্চ থেকে সয়াবিন তেলের দাম কমছে

১ মার্চ থেকে সয়াবিন তেলের দাম কমছে
লিটারে ১০ টাকা করে কমছে সয়াবিন তেলের দাম। শুক্রবার (১ মার্চ) থেকে তেলের নতুন দাম কার্যকর হচ্ছে।  খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। প্রতি লিটার লুজ সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়। এছাড়া বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম পড়বে ৮০০ টাকা। গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায়  সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, সরকার ৫ টাকা ছাড় দিয়েছে। আসন্ন রমজান ঘিরে ব্যবসায়ীদের সমান ছাড় দেয়ার আহ্বান জানান তিনি । এরপর বৈঠকে উপস্থিত মিলমালিক ও তেল পরিশোধনকারীরা তাতে সম্মতি জানান। ফলে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারিত হয়। তবে পবিত্র ঈদুল ফিতরের পর সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানা গেছে। প্রসঙ্গত,  গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে চার নিত্যপণ্যের শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব পণ্য হলো চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর। এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ক কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ১ | মার্চ | সয়াবিন | তেলের | দাম | কমছে