জাতীয়

বেইলি রোডে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

বেইলি রোডে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুনে ৪৩ জন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিাটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।  তদন্ত কমিটি গঠন করার বিষয়টি বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার। তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ( অপারেশন ও মেইনটেন্যান্স শাখা) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে এই তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে।  সদস্য সচিব হয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগ উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। সদস্য হিসেবে অন্যরা হলেন সংশ্লিষ্ট জোনের ডিএডি, সিনিয়র স্টেশন অফিসার এবং ওয়ারহাউজ ইন্সপেক্টর। প্রসঙ্গত, রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে ৪৩ জন নিহত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্যমন্ত্রী  বলেন,বৃহস্পতিবার(২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা ৫০ মিনিটে ভবনের দ্বিতীয় তলায়  কাচ্চি ভাই নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ৩৩ জন এবং পার্শ্ববর্তী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন মারা গেছেন। জরুরি বিভাগ ও বার্ন ইনস্টিটিউট মিলিয়ে এখন পর্যন্ত আহত ২২ জন চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা এখন পর্যন্ত বেঁচে আছেন। তাদের বেশির ভাগের শ্বাসনালি পুড়ে গেছে। এটি অত্যন্ত দুঃখজনক। যারা বেঁচে আছেন তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। বাইরে কেউ আছেন কিনা এখনও তথ্য পাওয়া যায়নি। ঢামেক ১৪ জন এবং বার্নে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা গুরুতর অবস্থায় আছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সবাইকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বেইলি | রোডে | আগুন | পাঁচ | সদস্যের | তদন্ত | কমিটি | গঠন