আর্কাইভ থেকে বাংলাদেশ

ফল ঘোষণার আগে কোনও বিশেষ ফোন আসেনি : কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা

ফল ঘোষণার আগে কোনও বিশেষ ফোন আসেনি : কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা

চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে আমার কাছে কোনও ফোন আসেনি। কোনও চাপে পরে ফল ঘোষণা করিনি। স্বচ্ছভাবে ভোট হয়েছে। বললেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

শাহেদুন্নবী বলেন, কুমিল্লা জিলা স্কুল থেকে ফলাফল আসতে দেরি হয়েছিলো। ৪ কেন্দ্রের ফলাফলের সব কাগজ আমার কাছে আছে। সমস্ত তথ্য প্রমাণ আছে। আমরা কারচুপি করে ফলাফল ঘোষণা করেছি এটা একেবারে মিথ্যা।

তিনি বলেন, দুই পক্ষের নেতাকর্মীদের হাতাহাতিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। তাই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসার জন্য একটু সময় নিয়েছি। এর বেশি কিছু নয়।

রিটার্নিং কর্মকর্তা বলেন, আমার কাছে কোওন বিশেষ ফোন আসেনি। সারাদিন নির্বাচন কমিশন থেকে ফোন এসেছে। ফলাফল ঘোষাণর সময়েও সিইসি ফোন করেছেন খোঁজ নিয়েছেন, জানতে চে্যেছেন পরিস্থিতি কি। কোনভাবেই ফলাফল প্রভাবিত করেননি। কমিশনকে মানুষ ভুল বুঝছে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি নির্বাচন সুষ্ঠু করার এবং নিরেপেক্ষ করার।

উল্লেখ্য, গতকাল বুধবার ছিল কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। রাতে ফলাফল ঘোষণা চলছিলো একের পর এক কেন্দ্রের। ১০১ কেন্দ্রের ফল ঘোষণার পর হঠাৎ ফল ঘোষণা বন্ধ করে দেয়া হয়। এসময় ফল ঘোষণা কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চলছিলো। এসময় পর্যন্ত ১০১টি কেন্দ্রে এগিয়ে ছিলেন স্বতন্ত্রপ্রার্থী মনিরুল হক সাক্কু।

কিছুক্ষণ পর বাকি চার কেন্দ্রের ফল ঘোষণা হয়। এতে ৩৪৩ ভোট বেশি পেয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি পেয়েছেন ৫০,৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্রপ্রার্থী মনিরুল হক সাক্কু ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯,৯৬৭ ভোট। অপর স্বতন্ত্রপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯,০৯৯ ভোট।

কুমিল্লা সিটিতে এবারের নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ১৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কুমিল্লা নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন। এবারে নতুন ভোটার ২২ হাজার।

এ সম্পর্কিত আরও পড়ুন ফল | ঘোষণার | আগে | কোনও | বিশেষ | ফোন | আসেনি | | কুমিল্লার | রিটার্নিং | কর্মকর্তা