আর্কাইভ থেকে বাংলাদেশ

নদ-নদীতে পানিবৃদ্ধি নিম্নাঞ্চলে প্রবেশ করছে পানি

নদ-নদীতে পানিবৃদ্ধি নিম্নাঞ্চলে প্রবেশ করছে পানি

উজানের ঢল ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে ধরলা, দুধকুমার, ব্রহ্মপূত্র ও তিস্তা নদীতে পানি বাড়তে শুরু করেছে। ফলে এসব নদনদীর নিম্নাঞ্চলে ঢুকছে পানি।

গেলো দুদিনে উজানের ঢলে কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ারচরে ভাঙন কবলিত লোকজনের নীচু এলাকার বাড়ীঘরে পানি প্রবেশ করেছে।

এদিকে রৌমারীতে কমতে শুরু করেছে জিঞ্জিরাম, কালো ও ধরনী নদীর পানি। বৃহস্পতিবার দুপুরে রৌমারীর যাদুরচর ইউনিয়নে পানিবন্দী ৬শতাধিক পরিবারে শুকনো খাবার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।

এছাড়াও ২৪০০ শুকনো খাবেরর প্যাকেট পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল।

এ সম্পর্কিত আরও পড়ুন নদনদীতে | পানিবৃদ্ধি | নিম্নাঞ্চলে | প্রবেশ | করছে | পানি