বাংলাদেশ

বেসামরিক পোশাকেও মালদ্বীপে থাকতে পারবে না ভারতীয় সৈন্য: প্রেসিডেন্ট মুইজ্জু

বেসামরিক পোশাকেও মালদ্বীপে থাকতে পারবে না ভারতীয় সৈন্য: প্রেসিডেন্ট মুইজ্জু
ভারতবিরোধী অবস্থান আবারো জানান দিলো মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। সামরিক ক্ষেত্রে চীনের নিঃশর্ত সহযোগিতা চুক্তি সই হওয়ার দিনই মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ভারতের বিরুদ্ধে এ হুশিয়ারী দিলেন। মঙ্গলবার (৫ মার্চ) মালদ্বীপের একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এই খবর দিয়েছে। মুইজ্জু বলেন, ১০ মের পর সে দেশে ইউনিফর্ম পরা অথবা সাধারণ নাগরিকের পরিচিতিতে সাদাপোশাকের একজন ভারতীয় সেনাকেও থাকতে দেওয়া হবে না। মুইজ্জু চীনপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত। নির্বাচনে জেতার পরই তিনি চীনের একটি যুদ্ধজাহাজকে অনির্দিষ্টকালের জন্য মালদ্বীপে নোঙর করার অনুমতি দিয়েছেন। ভোটে জয়ী হয়েই তিনি মালদ্বীপে থাকা ভারতীয় সেনাসদস্যদের দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। ভারত ও মালদ্বীপের কোর কমিটির বৈঠকে ঠিক হয়, ভারত দুই দফায় সে দেশে থাকা ৮৮ সেনা সদস্যকে প্রত্যাহার করে নেবে। প্রথম দফায় ১০ মার্চের মধ্যে ফিরে যাবেন কিছু সেনা। ১০ মে বাকিরা চলে যাবেন। তাঁদের স্থলাভিষিক্ত হবেন বেসামরিক বিশেষজ্ঞরা। মালদ্বীপকে দেওয়া দুটি হেলিকপ্টার ও একটি ডর্নিয়ার বিমানের রক্ষণাবেক্ষণের কাজ ভারতের বেসামরিক বিশেষজ্ঞরা করবেন। ওই কাজে এত দিন ধরে নিযুক্ত ছিলেন ওই ৮৮ ভারতীয় সেনা।        

এ সম্পর্কিত আরও পড়ুন বেসামরিক | পোশাকেও | মালদ্বীপে | থাকতে | পারবে | ভারতীয় | সৈন্য | প্রেসিডেন্ট | মুইজ্জু