অ্যান্টিগা টেস্ট হারের চিত্রনাট্য বোঝা গেছিল বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনেই। নিজেদের প্রথম ইনিংসে টেনেটুনে ১০৩ করে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। ব্যাট হাতে আসা যাওয়া মধ্যেই সীমাবদ্ধ ছিল সাকিবদের পারফম্যামেন্স। দ্বিতীয় ইনিংসে অবশ্য লড়াই ভালোই করেছিল সফরকারীরা। তবে সেটি প্রয়োজনের তুলনায় তেমন ছিল না।
তৃতীয় দিন শেষেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। চতুর্থ দিনে বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতা, সেটি সারে উইন্ডিজ।
আজ ম্যাচের চতুর্থ দিনে স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান। ব্ল্যাকউড ৩৬ বলে ১৭ ও ক্যাম্পবেল ৪২ বলে ২৮ রান নিয়ে বাকি অনুষ্ঠানিকতা সারতে নামেন। খুব বেশি সময় নেননি তারা। দিনের প্রথম সেশনের আধাঘণ্টা না যেতেই জয় তুলে নেন।
টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যায় সাকিব বাহিনী। পরে ক্যারিবীয়দের অলআউট করে ২৬৫ রানে। ১৬২ রানের লিড রনয় স্বাগতিকরা। এই রান শোধ দিয়ে দ্বিতীয় ইনিংসে ৮৩ রানের লিড বাংলাদেশের। নিজেরা করে ২৪৫ রান। ফলে ক্যারিবীয়দের সামনে ৮৪ রানের লক্ষ্য দাঁড়ায়। ৩ উইকেট হারিয়ে ৭ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে তারা। এতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।