আর্কাইভ থেকে জাতীয়

৯৬ হাজার টাকা ঋণ নিয়ে জন্মে বাংলাদেশের শিশু : রুমিন ফারহানা

৯৬ হাজার টাকা ঋণ নিয়ে জন্মে বাংলাদেশের শিশু : রুমিন ফারহানা

বাংলাদেশে আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে তার মাথার পেছনে আছে ৯৬ হাজার টাকা ঋণ। বললেন  বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

আজ রোববার (১৯ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমি আবারও বলছি বাংলাদেশের ঋণ বিপদসীমা পার হয়েছে। এবারের বাজেটে জনগণের করের ঢাকার এক পঞ্চমাংশ চলে যাবে ঋণের সুদ পরিশোধ করতে। আর বাংলাদেশে আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে তার মাথার পেছনে আছে ৯৬ হাজার টাকা ঋণ।

তিনি বলেন, এবারের বাজেটে বরাবরের মতই রয়েছে রাজস্বের দুই-তৃতীয়াংশের বেশি পরোক্ষ কর। পরোক্ষ করের উপর নির্ভরশীলতা সরকারের আয়করের উপরে কম উপার্জনের মানুষের উপর চাপ প্রয়োগ করছে।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন ৯৬ | হাজার | টাকা | ঋণ | নিয়ে | জন্মে | বাংলাদেশের | শিশু | | রুমিন | ফারহানা