দেশজুড়ে

দুই সিটি ও ৯ পৌরসভা নির্বাচন আগামীকাল

দুই সিটি ও ৯ পৌরসভা নির্বাচন আগামীকাল
ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনসহ নয়টি পৌরসভায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ৯ মার্চ। এ নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৪ জানুয়ারি (বুধবার) নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। ইসি সূত্র অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিলের সময় ১৬-১৮ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ২২ ফেব্রুয়ারি। গত ২৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেয়। ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনী সরঞ্জাম ও বাড়তি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামীকাল যেসব পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, পটুয়াখালী পৌরসভা, রাজশাহী জেলার কাটাখালী পৌরসভা, সাতক্ষীরা পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ জেলার তাহেরপুর পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা ও বরগুনা জেলার আমতলী পৌরসভা।  

এ সম্পর্কিত আরও পড়ুন দুই | সিটি | ও | ৯ | পৌরসভা | নির্বাচন | আগামীকাল