ক্রিকেট

হৃদয়কে জরিমানা করলো আইসিসি

হৃদয়কে জরিমানা করলো আইসিসি
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় আউট হবার পর শ্রীলঙ্কান ক্রিকেটারদের সাথে আক্রমণাত্মক ও অনুপযুক্তভাবে আচরণ করেন তাওহিদ হৃদয়। যার ফলে আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘন করেছেন তিনি। শাস্তি হিসেবে টাইগার ব্যাটারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়াও, তৌহিদের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। ২৪ মাসের মধ্যে এটি ছিল তার প্রথম অপরাধ। রোববার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এতে বলা হয়, তাওহিদ আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ধারা ২.২০ ভঙ্গ করেছেন, যা খেলার চেতনার পরিপন্থী আচরণ। ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারির অ্যান্ডি পাইক্রফট এই অনুমোদনের প্রস্তাব করেছিলেন। তাওহিদ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন ছিল না।

এ সম্পর্কিত আরও পড়ুন হৃদয়কে | জরিমানা | করলো | আইসিসি