আর্কাইভ থেকে বাংলাদেশ

‘বন্যা পরবর্তী প্রাদুর্ভাব ঠেকাতে পদক্ষেপ নিয়েছি’

‘বন্যা পরবর্তী প্রাদুর্ভাব ঠেকাতে পদক্ষেপ নিয়েছি’

সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে । সিলেটে যে বন্যা হয়েছে তা অকল্পনীয়, স্মরণকালের মধ্যে ভয়াবহ। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পাশাপাশি বন্যা পরবর্তী প্রাদুর্ভাব মোকাবিলায় পদক্ষেপ নেয়া হয়েছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ জুন) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বানভাসিদের সহায়তায় সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার।  দুর্যোগ মোকাবেলায় প্রশাসনসহ আওয়ামী লীগের নেতা কর্মী এবং সহযোগী সংগঠনের সবাই জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে। 

শেখ হাসিনা আরও বলেন, করোনা মহমারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে সাশ্রয়ী হতে হবে। চেষ্টা করেছি অর্থনীতির চাকা সচল রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখতে। এই সময়ে আমাদের সাশ্রয়ী হতে হবে, অপচয় বন্ধ করতে হবে।

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন বন্যা | পরবর্তী | প্রাদুর্ভাব | ঠেকাতে | পদক্ষেপ | নিয়েছি