আর্কাইভ থেকে দেশজুড়ে

মেহেরপুরে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন

মেহেরপুরে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন

মেহেরপুররে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। নানা আয়োজনে দিনটি উৎযাপন করা হচ্ছে। 

আজ বুধবার (১৭ মার্চ) সকাল ১০টার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও দলীয় নেতাকর্মীরা এ সময় শ্রদ্ধা নিবেদন করে। 

এর পূর্বে সকাল ৮টায় বিনামূল্যে চক্ষু সেবা কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনসুর আলম খান, সিভিল সার্জন নাসির উদ্দীনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা চক্ষু হাসপাতালের সহযোগিতায় মেহেরপুর জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়্জোন করে। মুজিবনগর- টুঙ্গিপাড়া বিআরটিসি এসি বাসেরও উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 

এছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে দিবসটি উদযাপন করছে মেহেরপুরবাসী। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন মেহেরপুরে | জাতির | পিতার | জন্মশতবার্ষিকী | পালন