দেশজুড়ে

৫০ টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংস!

৫০ টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংস!
বর্তমানে বাজারে গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ টাকা থেকে ৮০০ টাকায়। বেশি দামের কারণে গরুর মাংস থাকছে নিম্নবিত্তের নাগালের বাইরে। এমনকি এই পণ্যটি কিনতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরাও । তবে ভিন্নচিত্র দেখা মিলেছে রংপুর নগরে। সেখানে ৫০ টাকায়ও কিনতে পারা যাচ্ছে গরুর মাংস। বুধবার (১৩ মার্চ) শহরের লালকুঠি ও জিলা স্কুল মোড়ে সবার জন্য উন্মুক্ত ছিল এই 'দোকান'। সর্বনিম্ন ১০০ গ্রাম পর্যন্ত মাংস বিক্রি করা হচ্ছে। ১০০ গ্রাম মাংসের দাম ৫০ টাকা। সেই হিসেবে কেজি ৫০০ টাকা। যা বাজার মূল্যের চেয়েও অনেক কম। আবার একটি পিকআপ ভ্যান শহরের উল্লেখযোগ্য স্থানে ঘুরে ঘুরেও মাংস বিক্রি করছে। যদিও দুপুরের আগেই শেষ হয়ে যাচ্ছে তাদের পণ্য। মমিনুল ইসলাম ও আবদুর রাজ্জাক নামের দুই ব্যক্তি এই মাংস বিক্রির উদ্যোক্তা। তারা জানিয়েছে, পুরো রমজান মাস এই কার্যক্রম চলবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে কাচারি বাজার, কেরানীপাড়া চৌরাস্তা মোড়, লালকুঠি মোড়, জিলা স্কুল মোড়—এই চার স্থানে বিক্রি করা হবে। শুধু হতদরিদ্র পরিবারই নয়, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এখান থেকে গরুর মাংস কিনছেন। ২৫০ গ্রাম মাংস কিনে খুশি দিনমজুর সিরাজুল বলেন, ‘বাজারে মাংসের দাম অনেক বেশি। আমাদের কেনার ক্ষমতা নেই। এখানে কম দামে পাইয়া কিনলাম। সবাইকে নিয়ে এক বেলা খেতে পারবো।’

এ সম্পর্কিত আরও পড়ুন ৫০ | টাকায় | যাচ্ছে | গরুর | মাংস