রাজনীতি

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গেলো ১৩ মার্চ এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে বাসায় ফেরেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। জানা যায়, ৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ ছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। এরইমধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ জাহিদ বলেন, স্থায়ী ভাবে লিভার সমস্যা থেকে মুক্তি লাভের জন্য যেখানে লিভার প্রতিস্থাপনের সুযোগ সুবিধা রয়েছে সেখানে নিয়ে যাওয়া প্রয়োজন। গেলো ফেব্রুয়ারি মাসে চেকাপের সময়  হাসপাতাল ভর্তি হতে হয়নি, এবার একদিন থাকতে হয়েছে উল্ল্যেখ করে তিনি বলেন,  যে কোন সময়ে তাঁর যে কোন জটিলতা দেখা দিতে পারে। তাঁর হার্টেরও সমস্যা রয়েছে। তিনি আরও বলেন মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী জন হপকিন্সের যে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিট রয়েছে। সেখানে যত দ্রুত  স্থানান্তর করা যাবে তত দ্রুত খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন। উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিতের মাধ্যমে শর্ত সাপেক্ষে মুক্তি পান তিনি। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন হাসপাতাল | বাসায় | ফিরলেন | খালেদা | জিয়া