আন্তর্জাতিক

এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এডেন উপসাগরে একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এ হামলায় কোনও জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। বৃহস্পতিবার (১৪ মার্চ) এই তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষেপণাস্ত্রটি কোনও জাহাজেই আঘাত করেনি এবং হতাহত বা ক্ষয়ক্ষতিরও কোনও খবর পাওয়া যায়নি। এরপর হুথি নিয়ন্ত্রিত এলাকায় সফলভাবে চারটি ড্রোন এবং একটি সারফেস টু এয়ার মিসাইল ধ্বংস করে মার্কিন সেন্ট্রাল কমান্ড।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই অস্ত্রগুলো এই অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর জন্য একটি আসন্ন হুমকি হিসেবে নির্ধারণ করে সেন্টকম। পরে সেগুলো ধ্বংস করে তারা। উল্লেখ্য, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। তারা দাবি করেছিল, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে এই হামলা পরিচালনা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, গাজায় চলমান সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে, আন্তর্জাতিক মহল হুথিদের বারবার হামলার বন্ধের আহ্বান জানালে এতে কর্ণপাত করেনি তারা। পরে এর প্রতিক্রিয়ায় হুথিদের স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন এডেন | উপসাগরে | ক্ষেপণাস্ত্র | হামলা | হুথিদের