বাংলাদেশ

দুই যুগ ধরে খতম তারাবিহ পড়ান, নেন না এক টাকাও

দুই যুগ ধরে খতম তারাবিহ পড়ান, নেন না এক টাকাও
কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় অবস্থিত শহীদি মসজিদ। আর এ মসজিদে ২৪ বছর ধরে বিনা পয়সায় খতম তারাবিহ পড়াচ্ছেন মাহফুজুর রহমান (৫৪)। ২০০১ সাল থেকে তিনি খতম তারাবিহর নামাজ পড়ান। মাহফুজুর রহমান কিশোরগঞ্জ জেলা শহরের চর শোলাকিয়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক। তাঁর দুই ছেলে হুজাইফা ও মুয়াজ পবিত্র কোরআনের হাফেজ। মাহফুজুর দাওরায়ে হাদিস পাস করার পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর করেছেন। তিনি হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি এবং মিফতাহুল উলুম মহিলা মাদ্রাসার পরিচালক। এ বিষয়ে মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আল্লাহর বিশেষ নিয়ামতে, ওস্তাদদের নেক দোয়ায় ও মুসল্লিদের ভালোবাসায় এত বছর সুস্থ থেকে একই মসজিদে টানা তারাবিহর নামাজ পড়ানোর সৌভাগ্য অর্জন করতে পেরেছি। তারাবিহ পড়াতে গিয়ে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। অনেক বড় বড় আলেম ও সরকারি কর্মকর্তা এখানে নামাজ পড়েন।

এ সম্পর্কিত আরও পড়ুন দুই | যুগ | ধরে | খতম | তারাবিহ | পড়ান | নেন | এক | টাকাও