অর্থনীতি

২৯ পণ্যের দাম নির্ধারণ করে দিলো সরকার

২৯ পণ্যের দাম নির্ধারণ করে দিলো সরকার
বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে ২৯টি কৃষিপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। এসব পণ্যের মধ্যে আলু, পেঁয়াজ, ডাল, কাঁচা মরিচ, মাছ ও মাংস রয়েছে। শুক্রবার (১৫ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুচরা পর্যায়ে আলু কেজি প্রতি  ২৮.৫৫ টাকা, ছোলা (আমদানিকৃত) ৯৮.৩০ টাকা, মসুর ডাল (উন্নত) ১৩০.৯০ টাকা, মসুর ডাল (মোটা) ১০৫.৫০ টাকা। এছাড়া গরুর মাংস প্রতি কেজি ৬৬৪.৩৯ টাকা ও ছাগল ১০০৩.৫৬ টাকা। মুরগি ব্রয়লার প্রতি কেজি ১৭৫.৩০ টাকা, মুরগি সোনালী ২৬২ টাকা। এছাড়াও  পেঁয়াজ প্রতি কেজি (দেশি) ৬৫.৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ২৯ | পণ্যের | দাম | নির্ধারণ | করে | দিলো | সরকার