আর্কাইভ থেকে বাংলাদেশ

চটলেন কেন স্বস্তিকা!

চটলেন কেন স্বস্তিকা!

‘বলুন দুদু, ডুডু নয়। নোংরামো করতে গেলেও শিক্ষা লাগে কাকু।’ মন্তব্য করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

গেলো বুধবার (২২ জুন) ফেসবুকে পোস্ট করে কুমন্তব্য নিয়ে আবারো বোমা ফাটালেন নায়িকা স্বস্তিকা। সূত্রঃ আনন্দ বাজার

কিন্তু হঠাৎ এ কথা কেনো বললেন নায়িকা? তা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবির একটি মজার গান। আর তা নিয়েই একটি মন্তব্য দেখে অনেক রেগে গেলেন নায়িকা। এক বার নয়, একাধিক বার ওই নোংরা মন্তব্যটি করেছেন এক ব্যক্তি। আর তা দেখেই মাথা গরম অভিনেত্রীর। 

এরপরেই ওই ব্যাক্তির মন্তব্যের উত্তরে স্বস্তিকা নিজ ফেসবুকে আইডিতে লেখেন, ‘দেখছি বার বার লিখছে ডুডু। আমি যত দূর জানি মেয়েদের বুককে মজা করে দুদু বলা হতো। এসেছে ‘দুধ’ থেকে, কারণ শিশুদের জন্য আমাদের বুকের দুধের চেয়ে বেশি পুষ্টিকর খাদ্য এখনও কোনও বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি। এই নিয়ে আলাদা চর্চার দরকার নেই, কিন্তু তাই বলে সব সময়ে এমন শুনতে হবে? আর নোংরামি করতে গেলেও একটু শিক্ষা লাগে। দুদু কে ডুডু বললে হয় না কাকু।’

নিজস্ব মতামত নিয়ে বরাবরই স্পষ্টভাষী স্বস্তিকা। এমন নানা বিষয়ে বার বারই সরব হয়েছেন অভিনেত্রী। এ ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। 

অভিনেত্রী শ্রুতি দাসেরও স্বস্তিকার সুরেই বলেন, কিছু কিছু নোংরা মানসিকতার মানুষ আছে। যাদের চরিত্র কোনওদিন বদলাবে না।  

 

এ সম্পর্কিত আরও পড়ুন চটলেন | কেন | স্বস্তিকা