প্রথমবারের মতো রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি স্থানে হয়ে গেলো ৯ দিনের প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) গ্লোবাল সামিট-২০২৪। দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহত এই সম্মেলন আয়োজন করে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক, গবেষক এবং শিক্ষাবিদদের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী চিকিৎসা সংগঠন-পেডিয়াট্রিক এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি ইন্টারন্যাশনাল(পিইডিএসআই)।
সম্মেলনে দুই হাজারের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক এবং শিক্ষাবিদ অংশগ্রহণ করেন। গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ শিশু হাসপাতালে ও পরের দিন (১৮ ফেব্রুয়ারি) পিএইচএ গ্লোবাল সামিট, ১৯ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিএইচএস-এ প্রশিক্ষক প্রশিক্ষণ পিইডিএসআই অফিসে, ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের রাউজানে, ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরের দিন (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হয়। এছাড়া আরও বিভিন্ন স্থানে আয়োজিত হয় এই সামিট।
সম্মেলনে বক্তা হিসেবে ছিলেন ৫০ জন প্রবাসী চিকিৎসা বিজ্ঞানী এবং দেশের ১০০ জনেরও বেশি খ্যাতিমান চিকিৎসা বিশেষজ্ঞ। নয় দিনের সম্মেলনে ছিল ৩০টির বেশি কোর্স এবং সাইন্টিফিক সেশন আয়োজন করা হয়। দেশের বৃহৎ কয়েকটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত লাইভ সেশনগুলো দেশি-বিদেশি বিশেষজ্ঞদের কাছে নবীন চিকিৎসকরা নানা জটিল বিষয়ে হাতে কলমে শেখার সুযোগ পান।
বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক, গবেষক এবং শিক্ষাবিদদের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী চিকিৎসা সংগঠন পিএইচএ গত তিন বছর ধরে বাংলাদেশি চিকিৎসকদের শিক্ষা প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে আসছে। গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
২০১২ সাল থেকে পিইডিএসআই গ্লোবাল হেলথ মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবা পেশাদারদের উচ্চ মানের প্রশিক্ষণ এবং শিক্ষার সুযোগ প্রদান করে আসছে। বিনামূল্যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA)-অধিভুক্ত বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস)এবং পেডিয়াট্রিক অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (পিএএলএস) কোর্সগুলো নিয়ে প্রতিষ্ঠানটির ফোকাস দারুন সফল হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সামিট আয়োজক প্রতিষ্ঠান পিইডিএসআই।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সামিট সফল হওয়ায় বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস এর সাবেক ও বর্তমান অধ্যক্ষ, পরিচালক ও বর্তমান সভাপতিকে তাদের প্রচেষ্টার জন্য পিইডিএসআই গ্লোবাল হেলথ এর সহপ্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডাক্তার মাকসুদ চৌধুরী আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।