ক্রিকেট

৮৪ রানে থামলেন তানজিদ, চাপ সামালাচ্ছেন মুশফিক-মেহেদী

৮৪ রানে থামলেন তানজিদ, চাপ সামালাচ্ছেন মুশফিক-মেহেদী
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ২৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের বদলে কনকাশন হিসেবে খেলতে নেমেছিলেন তানজিদ হাসান তামিম। রান তাড়া করতে নেমে বাংলাদেশ একের পর এক উইকেট হারালেও এক প্রান্ত আগলে রাখেন তানজিদ। তবে অর্ধশতক তুলে শতকের কাছাকাছি গিয়ে ৮৪ রান থামলেন তিনি। তানজিদের বিদায়ে ১৩০ রানে ৫ম উইকেট হারায় বাংলাদেশ। এরপর কিছুটা চাপে পড়লে সেই চাপ সামাল দিচ্ছে মুশফিক-মিরাজ জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান। মুশফিকুর রহিম অপরাজিত আছেন ২৫ রানে। মেহেদী হাসান মিরাজ করেছেন ২৪ রান। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২৩৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।    

এ সম্পর্কিত আরও পড়ুন ৮৪ | রানে | থামলেন | তানজিদ | চাপ | সামালাচ্ছেন | মুশফিকমেহেদী